ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় রাশিয়ার উদ্বেগ
dailybangla
02nd Nov 2025 3:20 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক উপস্থিতিকে ‘উসকানিমূলক’ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে নিন্দা জানিয়েছে রাশিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করেছে।
দামেস্কে বৈঠক শেষে জাকারোভা জানান, মাদকবিরোধী অভিযানকে অজুহাত হিসেবে ব্যবহার করে সামরিক শক্তি প্রদর্শন গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, জাতিসংঘ সনদসহ বিভিন্ন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওয়াশিংটন ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ, সাবমেরিন ও যুদ্ধবিমান মোতায়েন করেছে।
রাশিয়া ভেনেজুয়েলার বর্তমান সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।
বিআলো/শিলি



