• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    খাওয়া শেষ করেই আবার খেতে ইচ্ছা করছে! 

     dailybangla 
    26th May 2024 10:39 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: খাওয়া শেষ করেছেন মাত্র, ফের খেতে ইচ্ছা করছে?

    খাওয়ার অল্প সময় পরে মজার কোনো খাবার দেখলে কিংবা ফ্রিজ খুললেই খেতে ইচ্ছা করে কি?

    সারাক্ষণ খেতে ইচ্ছা করে এমন মানুষের সংখ্যা কম নয়। বিভিন্ন কারণেই এমন হয়ে থাকে। আবার খেতে ইচ্ছে করে।

    পুষ্টিবিদরা বলছেন, যে কারণে খেতে ইচ্ছা হোক, সেটা খুঁজে বের করা উচিত। এ বিষয়টি সমাধান করা উচিত। খাওয়ার পরও আবার খেতে চাওয়া শরীরের জন্য ক্ষতিকর।

    পুষ্টিবিদদের মতে, আপনি যতটুকু খাবারই গ্রহণ করেন না কেন, সেটা পরিপূর্ণভাবে খেতে হবে। খাবারের কতটুকু পুষ্টি রয়েছে সেদিকে লক্ষ রাখা উচিত। পুষ্টিকর খাবার অল্প খেলেও শরীরে পুষ্টির চাহিদা পূরণ করতে পারে।

    আর যে খাবারে কম পুষ্টি রয়েছে সে খাবার বেশি পরিমাণ খেলেও কোনো কাজে আসবে না। এর ফলে অনেক সময় খাবার শেষ করার পর আরেকটি মজার খাবার খেতে মন চায়।

    ক্যালরিযুক্ত খাবার: অন্যদিকে খাবার পরে আবার খেতে চাওয়া একটি মনস্তাত্ত্বিক বিষয়ও। অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবারের প্রতি আমাদের মস্তিষ্কের আকর্ষণ বেশি কাজ করে। এ কারণেই ক্যালরিযুক্ত খাবার দেখলেই খেতে ইচ্ছা করে এমনকি আপনি ভরা পেটেই থাকুক না কেন। এ ধরনের অভ্যাস এবং অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

    খাবারের স্বাদ এবং উপকরণ: স্বাদ ও গন্ধ খাবারের প্রতি আকৃষ্ট করে। খাবারে থাকা উপকরণগুলো অনেক সময় খাবার পরে আবার খেতে উদ্বুদ্ধ করে। লবণ, চিনি ও চর্বির মিশেলে তৈরি খাবারগুলো খাবার গ্রহণের জন্য মস্তিষ্কে উত্তেজনা সৃষ্টি করে। ফলে এ ধরনের খাবার মানুষ বারবার খেতে চায়।

    বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের স্বাস্থ্যের জন্য যে খাবার ক্ষতিকর আমাদের সে খাবার খেতে ভালো লাগে। তবে স্বাস্থ্যের কথা ভেবে এই অভ্যাস বদলাতে হবে। ভালোভাবে তৈরি পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের অভ্যাস করা স্বাস্থ্যের জন্য জরুরি।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728