খাগড়াছড়ি জেলা বিএনপির প্রেস ব্রিফিং
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা বিএনপি। গত মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা সদরের কলাবাগানস্থ বাসভবনে জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সম্প্রতি নেতাকর্মীদের নিয়ে জেলা সদরে একটি সাংগঠনিক সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া কিছু পরামর্শমূলক বক্তব্যকে সুপার এডিট করে অপপ্রচার চালিয়ে তাকে জনগণ থেকে দূরে রাখাসহ জনপ্রিয়তা ও মান ক্ষুন্ন করার অপচেষ্টা করছে একটি কুচক্রী মহল ও ফ্যাসিস্ট আওয়ামী লীগে চক্র। এসময় খাগড়াছড়ির সাধারণ জনগণসহ জেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এসব অপপ্রচার থেকে সর্বদা সতর্ক থাকার আহ্বান করেন। খাগড়াছড়িতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করে আসছেন বলেও জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিন্ধু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব প্রমুখ।
বিআলো/তুরাগ