খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ড. মুহাম্মদ ইউনূস
অনলাইন ডেক্স
03rd Dec 2025 8:59 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টাকে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে স্বাগত জানিয়েছেন এবং পরে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার তাকে সরাসরি চেয়ারপারসনের কাছে নিয়ে যান।
প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে প্রধান উপদেষ্টা হাসপাতাল ত্যাগ করেন ।
বিআলো/ঊর্মি



