খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় মোদি’র গভীর উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ প্রকাশিত এক বার্তায় তিনি তাঁর আরোগ্য কামনা করেন এবং প্রয়োজনে ভারতের পক্ষ থেকে যেকোনো সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
মোদি তাঁর বার্তায় লেখেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা শুনে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জনজীবনে দীর্ঘ সময় ধরে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর দ্রুত সুস্থতার জন্য আমার আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
গত রোববার নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হওয়ায় বুধবার চিকিৎসকরা তাঁকে সংকটাপন্ন ঘোষণা করেন। বহির্বিশ্বের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত চিকিৎসকদল তাঁর সার্বিক চিকিৎসা পরিচালনা করছে। হাসপাতালসূত্রে জানা গেছে, তাদের সমন্বিত পর্যবেক্ষণে তিনি কিছুটা সাড়া দিচ্ছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান দুপুরে সাংবাদিকদের বলেন,
“খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি গভীর সংকটে আছেন, যা ভেন্টিলেশন-সমতুল্য জটিল অবস্থা হিসেবে বিবেচনা করা যায়।”
দীর্ঘদিন ধরে বেগম জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের রোগ, চোখের সমস্যা ও অন্যান্য দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন। সাম্প্রতিক নিউমোনিয়া আক্রমণ তাঁর শারীরিক পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদি’র এই মানবিক বার্তা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিক থেকেও তাৎপর্যপূর্ণ। এদিকে খালেদা জিয়ার সুস্থতার জন্য বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে দোয়া ও উদ্বেগ অব্যাহত রয়েছে।
বিআলো/এফএইচএস



