খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারের পাশে হেলিকপ্টার মহড়া
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিভিআইপি নিরাপত্তা নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতালের কাছে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ হবে বৃহস্পতিবার।
বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়।
রাষ্ট্রের ভিভিআইপি তালিকায় যুক্ত হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দু’টি মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন হবে।
এসএসএফের নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে এই প্রস্তুতিমূলক কার্যক্রম নেওয়া হয়েছে।
সম্প্রতি খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভিভিআইপি ঘোষণা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেয় সরকার। বর্তমানে এসএসএফ হাসপাতাল এলাকায় নিরাপত্তা দায়িত্ব পালন করছে।
বিআলো/শিলি



