খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, আপোষহীন নেতৃত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর টানবাজার নিউমার্কেট (পদ্ম সিটি প্লাজা) দোকান মালিক সমিতির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সভাপতি কে. এম. মাহফুজুল ইসলাম জোসেফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শওকত আলী লিটন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দোকান মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে আলোচনায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর সংগ্রাম এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে এক অনন্য অধ্যায়ের নাম, যাঁর নেতৃত্ব ও সাহসিকতা জাতি চিরদিন স্মরণ করবে।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিআলো/তুরাগ



