• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তায় বিএনপিকে বুলেটপ্রুফ গাড়ির অনুমতি 

     dailybangla 
    19th Oct 2025 6:12 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনও করেছে দলটি।

    নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিএনপিকে একটি বুলেটপ্রুফ বাস ও একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে সরকার। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত জুন মাসে একটি গাড়ি এবং চলতি অক্টোবরের শুরুর দিকে একটি বাস কেনার অনুমতি মেলে।

    দলীয় সূত্রে জানা গেছে, গাড়িগুলো কেনা হতে পারে জাপান থেকে। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর জানিয়েছেন, খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনী প্রচারে সারা দেশে ঘুরে জনগণের সঙ্গে যোগাযোগ করবেন- এ সময় তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    এদিকে, নিরাপত্তার অংশ হিসেবে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের জন্যও আবেদন করেছে বিএনপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি এখন বিবেচনাধীন।

    মন্ত্রণালয় সূত্র আরও জানায়, রাজনৈতিক দলের জন্য এ ধরনের বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমতি অতীতে খুবই বিরল। সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা বিদেশি কূটনৈতিক মিশনের জন্যই এমন অনুমতি দেওয়া হয়।

    বারভিডা সূত্রে জানা গেছে, বুলেটপ্রুফ গাড়ি সাধারণত জাপান, কানাডা বা জার্মানি থেকে আমদানি করা হয়, যার প্রতিটির দাম প্রায় ২ লাখ ডলার। শুল্কসহ বাংলাদেশে আনতে খরচ পড়তে পারে ২০ কোটি টাকার বেশি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031