খুব শীঘ্রই জানতে পারবেন: বুবলী
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা শবনম বুবলী ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার
মধ্যে থাকলেও ক্যারিয়ারে সুন্দর সময় পার করছেন।
একের পর এক নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। এবার এই নায়িকাকে পাওয়া গেল নতুন নাচের ভিডিওতে। তাও আবার একটি নয়, দুটিতে। যা এখন দাপিয়ে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম।
‘গল্প নয় সত্যি’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বেশ ফুরফুরে মেজাজে নৃত্য পরিবেশন করছেন বুবলী। এর মধ্যে একটি ভিডিও’র ব্যাকগ্রাউন্ডে বরফের পাহাড় আর সেখানেই নাচের ঝড় তুলেছেন এই চিত্রনায়িকা। ভিডিওগুলো সিনেমা
নাকি বিজ্ঞাপনের- সেটি জানা যায়নি।
এ বিষয়ে বুবলী জানান, ‘আপাতত এটি চমক হিসেবেই থাক। খুব শীঘ্রই জানতে পারবেন।’
এদিকে গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শরিফুল রাজ ও বুবলী অভিনীত ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। দেশের গণ্ডি পেরিয়ে গেল শুক্রবার এটি মুক্তি পায় যুক্তরাষ্ট্রে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের ১৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এর আগে, ‘দেয়ালের দেশ’ প্রদর্শিত হয়েছে অস্ট্রেলিয়ায়।
বিআলো/শিলি