• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গজারিয়ায় যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা 

     অনলাইন ডেক্স 
    20th Dec 2025 3:54 pm  |  অনলাইন সংস্করণ

    মাসুদ অর্ণব, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই মাদকাসক্ত প্রতিবেশীর বিরুদ্ধে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জান্নাত হোসেন (২৭)। তিনি একই গ্রামের আব্দুল হকের ছেলে।

    স্বজন ও প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে বিভিন্ন বিষয় নিয়ে নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাঢ়ির দুই মাদকাসক্ত ছেলে তারেক (৩২) ও রিয়াদের (২৭) মধ্যে ঝগড়া বাধে। এসময় প্রতিবেশী আব্দুল হকের ছেলে জান্নাতকে ঘর থেকে ডেকে নিয়ে যায় কেউ। পরে ওই দুই ভাইয়ের হাতে থাকা বগি দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে বলে অভিযোগ করেন স্বজনরা।

    গুরুতর অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি বলেন, ‘সকাল ১১টার দিকে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

    নিহতের মা জাহানারা বেগম অভিযোগ করে বলেন,
    ‘আমার ছেলে ঘরে ঘুমিয়ে ছিল। তাকে ডেকে নিয়ে যায় তাসলিমা। আমি পিছনে পিছনে যাই। ঘরে যেতেই ওরা আমার ছেলেকে দা দিয়ে কুপাতে থাকে। আমার ছেলে আমার দিকে তাকিয়ে ছিল। আমি এই শোক কেমন করে সহ্য করব!’

    নিহতের বড় ভাই রাজু অভিযোগ করে বলেন,
    ‘বাড়ির সীমানা নিয়ে ওদের সাথে আমাদের বিরোধ ছিল। জোর করে আমাদের জমিতে ঘর তুলে আছে। আমার ভাইকে কোপানোর সময় তারা কাউকে ঘরে ঢুকতে দেয়নি।’

    গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন,
    ‘দুই ভাইয়ের মারামারির মধ্যে গিয়ে দায়ের কোপে অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত জান্নাত হোসেনের পরিবার হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031