• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে ধরমণ্ডলে বিনামূল্যে চক্ষু শিবির ও অপারেশন ক্যাম্প 

     dailybangla 
    31st Jul 2025 7:01 pm  |  অনলাইন সংস্করণ

    নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া: গণঅভ্যুত্থানের বীর শহীদ ও আহতদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠণের উদ্যোগে ধরমন্ডল সড়কবাজার শাহীমল শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী সেবামূলক আয়োজন ও বিনামূল্যে চক্ষু শিবির ও অপারেশন ক্যাম্পিং-২০২৫।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় এ ক্যাম্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরমণ্ডল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা সালাউদ্দিন আহমেদ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী শফিকুল ইসলাম।

    চক্ষু শিবিরের সার্বিক তত্ত্বাবধান করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস), ঢাকা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. মো. শাহীন রেজা চৌধুরী।
    অপারেশন কার্যক্রম পরিচালিত হয় হবিগঞ্জের ডা. সহিদ চক্ষু হাসপাতালে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,নাসিরনগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আসমত আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, ধরমণ্ডল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাবেক মেম্বার শারুক মিয়া, বর্তমান মেম্বার মজনু মিয়া, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কামাল মিয়া,নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মইন উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হাসান, গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক খসরু এবং সদস্য শামসুল আলম প্রমুখ।

    এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চক্ষু শিবির ও অপারেশ ক্যাম্পিং ২০২৫ উদ্ভোধনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানের প্রধান অতিথি শফিকুল ইসলাম বলেন, সময় ও বিভিন্ন সমস্যার কারনে অনেক সময় অমূল্য সম্পদ চোখের চিকিৎসা করতে পারেনা গ্রামের মানুষ।তাদের কথা মাথায় রেখেই এই আয়োজন।

    প্রাথমিক পর্যায়ে শতাধিক মানুষ চক্ষু শিবির ও অপারেশন ক্যাম্পিং এর আওতায় বিনামূল্যে সকল ধরনের চিৎকিসা সেবার সূযোগ পাবে।

    জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই উদ্যোগ এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031