গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে আর্থিক সহায়তার দাবি
dailybangla
23rd Oct 2024 10:44 pm | অনলাইন সংস্করণ
বরিশাল ব্যুরো: গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তাসহ ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহত পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বরিশাল প্রেসক্লাবের মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের হয়।
সংবাদ সম্বমেলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা জানান, গণঅভ্যুত্থানে বরিশাল বিভাগের ৬ জেলায় ৩০ জন শহীদ হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৪০০ জন। যারা শহীদ হয়েছেন কিংবা গুরুতর আহত হয়েছেন তাদের কেউ কোনো খোঁজ খবর নিচ্ছেন না। তাই অবিলম্বে শহীদ পরিবারের পুনর্বাসন করার পাশাপাশি দ্রুত উন্নত চিকিৎসার ব্যাবস্থা করার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে আহত ছাত্রদের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমাতুল্লাহ সাব্বির শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করাসহ ৫ দফার দাবি তুলে ধরেন।
বিআলো/তুরাগ