বিশেষ সম্মাননা পেলেন নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান
মো. ইব্রাহীম হোসেন: দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপারসের কো-চেয়ারম্যান ড. মো. সাদী-উজ-জামান।
বৃহস্পতিবার ৩০ মে বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি এই বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন ড. মো. সাদী-উজ-জামানের হাতে।
এই সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি মো. আমিন হেলালী, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপারসের কো-চেয়ারম্যান ড. মো. সাদী-উজ-জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও নতুনধরা গ্রুপের নির্বাহী পরিচালক (প্রসাশন) আব্দুস সাত্তার শেখ।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. সাদী-উজ-জামান গণকণ্ঠ পত্রিকার সাফল্য কামনা করেন এবং পত্রিকাটির সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান তাকে বিশেষ এই সম্মাননা অ্যাওয়ার্ড প্রদানে নির্বাচিত করার জন্য।
বিআলো/তুরাগ