গণতন্ত্র পুনরুদ্ধার এখনও চলমান লড়াই: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো শেষ হয়নি এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই পথ সুগম করতে রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য অপরিহার্য।
জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় আমীর খসরু বলেন, বিএনপি ও গণতন্ত্র একে অপরের পরিপূরক শক্তি একটিকে বাদ দিলে অন্যটি টিকে থাকতে পারে না।
তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ঘোষণা, যুদ্ধ পরিচালনা থেকে শুরু করে রাষ্ট্রগঠন ও সংস্কারে জিয়াউর রহমানের ভূমিকাই প্রমাণ করে তিনি ছিলেন দেশের আধুনিক রাষ্ট্রচিন্তার অন্যতম রূপকার। একই ব্যক্তির নেতৃত্বে মুক্তিযুদ্ধের ঘোষণা, প্রশাসন পরিচালনা, রাজনৈতিক সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের মতো ঐতিহাসিক দায়িত্ব পালিত হওয়া বিরল বলেও মন্তব্য করেন তিনি।
আমীর খসরুর অভিযোগ, এখনও একটি মহল গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়ে নির্বাচনকে বিলম্বিত ও বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা না হওয়া, কারণ এতে নির্দিষ্ট কিছু গোষ্ঠী লাভবান হয়। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত হতে পারে না, আর দেশের মানুষ ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনকে সামনে রেখে সেই আশা নিয়েই অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আলোচনা চলমান থাকলেও একইসঙ্গে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। অগণতান্ত্রিক ও জোরজবরদস্তিমূলক উপায়ে দাবি আদায়ের প্রবণতা দেখা যাচ্ছে। কোন দাবি থাকলে তা নির্বাচনী ইশতেহারের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করাই উচিত, অন্যের ওপর চাপিয়ে দেওয়া নয়।
তার মন্তব্য, “জোরজবরদস্তি করে শেখ হাসিনার পথে হাঁটবেন না।”
বিআলো/শিলি



