গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান বাগেরহাট-২ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা
মাসুম হাওলাদার, বাগেরহাট : আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। বুধবার (১৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার রাখালগাছি নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশকে স্বৈরাচারমুক্ত রাখতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে এই গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে গণভোটের আয়োজন করা হয়েছে।
এটি দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি ঐতিহাসিক সুযোগ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে শেখ মঞ্জুরুল হক রাহাদ, ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



