গণমাধ্যম কর্মীদের নিজস্ব সক্রিয়তা ও দৃষ্টিভঙ্গি জনগণের কল্যাণ বয়ে আনুক: নীহাররঞ্জন হাওলাদার
মোছা. তাওহীদা ইসলাম তন্নী: জনস্বার্থে সাংবাদিকতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে নীহাররঞ্জন হাওলাদার বলেন, গনমাধ্যম ও বাংলাদেশ পুলিশ এক সুতায় গাথা, একে অপরের সম্পূরক। অপরাধ নির্মূল ও চাঞ্চল্যকর মামলাগুলোর সুবিচার প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ব্যাপক অবদান রাখে বলে তিনি মনে করেন।
দেশের চলমান রাজনীতিতে জনগণের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে গনমাধ্যমকর্মীদের পেশাদারী হওয়ার জন্য আহ্বান জানান একই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সকল প্রকার প্রতিবন্ধকতার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনী সক্রিয়ভাবে সহযোগিতা এবং নিরাপত্তা প্রদানে সচেষ্ট থাকবে বলে আশা ব্যক্ত করেন।
২৯ মে জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক মিলনায়তনে সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “গণমাধ্যমে হলুদ সাংবাদিক প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক” আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর মানবিক কর্মকর্তা হিসেবে সুপরিচিত নীহার রঞ্জন হাওলাদার এসব কথা বলেন।
উক্ত আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি হাসমত আলী। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য আলোকিত গুণীজন ও সাংবাদিকদের উপস্থিতিতে সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী আশরাফ আকন্দ।
বিআলো/তুরাগ