• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    গণ অনশনের ডাক দিলো জবি শিক্ষার্থীরা 

     dailybangla 
    10th Jan 2025 7:02 pm  |  অনলাইন সংস্করণ

    আবুবকর সম্পদ,জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর শিক্ষার্থীরা ২য় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্থান্তর ও অস্থায়ী আবাসনের দাবিতে আগামী রবিবার(১২ জানুয়ারি) গণ অনশন কর্মসূচির ডাক দিয়েছে।

    জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন সমস্যাসহ নানা সমস্যায় ভুগছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর তাদের আবাসন সমস্যা সমাধান ও ২য় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্থান্তর করার জন্য আন্দোলন শুরু করে।এক পর্যায়ে তারা সচিবালয় অবরুদ্ধ করে আন্দোলন করে।

    পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় ও জবি প্রশাসনের মধ্যে এ নিয়ে আলোচনা হয়।এতে শিক্ষার্থীদের নির্দিষ্ট সময় (৩ মাস) বেঁধে দেয় জবি প্রশাসন।গত ৩০ ডিসেম্বর ২০২৫ নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গেলেও প্রশাসনকে তখনও কোনো ফলপ্রসূ উদ্যোগ নিতে দেখা যায় নি।এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জারিকৃত একটি প্রজ্ঞাপনে প্রকৌশলী মোঃ আমিরুল ইসলাম কে ২য় ক্যাম্পাস স্থাপন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    এটি মেনে নিতে পারে নি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।তাদের দাবি সেনাবাহিনীর হাতে কাজ হস্থান্তর ছাড়া বিকল্প কোনো কিছু তারা মেনে নিবে না।

    এ বিষয়ে একজন শিক্ষার্থী বলেন, “আমরা আগস্টের পর থেকে অস্থায়ী আবাসন ও ২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর নিয়ে আন্দোলন শুরু করি।আমাদের সাথে প্রশাসন একাগ্রতা প্রকাশ করে আমাদের তিন মাস সময় বেঁধে দেয়।তিন মাস শেষ হওয়ার পরও কাজের নূন্যতম অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না।

    তার উপর ২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে না দিয়ে নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।আমরা এজন্য এর প্রতিবাদে গণ অনশন কর্মসূচির ডাক দিয়েছি।আমরা আর প্রশাসনের মুলা দেখতে রাজি নই।আন্দোলনের মাধ্যমেই এর সমাধান আমরা করবো।

    উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০০৫ সাথে প্রতিষ্ঠিত হলেও একটি মাত্র ছাত্রী হল ব্যথিত আর কোন আবাসন ব্যবস্থা নেই।পরবর্তীতে তীব্র আন্দোলনের মাথায় তাৎকালীন সরকার এই সমস্যা সমাধানের জন্য কেরানিগঞ্জে ২য় ক্যাম্পাসের জন্য জমি বরাদ্দ দিলেও ৬ বছর পরও এর আশানুরূপ অগ্রগতি দেখা যায় নি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031