গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৮ জনের প্রাণহানি
dailybangla
09th Nov 2024 10:49 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৮০ জন।
৯ নভেম্বর, শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৮৮ জন এবং বাকিরা ঢাকার বাইরের।
নিহত আটজনের মধ্যে ঢাকা সিটিতে পাঁচজন, বরিশাল বিভাগে দুইজন এবং চট্টগ্রাম বিভাগের একজন রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৭৩ জন। মারা গেছেন ৩৫০ জন।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
বিআলো/শিলি