গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭০৫
dailybangla
24th Nov 2025 11:04 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আরও দুজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ২৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ২৬৬ জনে। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৬৬ জন।
তথ্য থেকে জানা যায়, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।
এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহতায় প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হতে হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগীকে।
বিআলো/শিলি



