গলাচিপায় দৃষ্টিপ্রতিবন্ধীর জমি স্বেচ্ছাসেবক লীগ নেতা সায়েম গাজীর দখলে
হারুন অর রশিদ, গলাচিপা (পটুয়াখালী): দৃষ্টিপ্রতিবন্ধী ভূমিহীন আলাউদ্দিন মাতবর (৪৯) এর বন্দোবস্তকৃত জমি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী ও বর্তমান ইউপি সদস্য মো: সায়েম গাজী (৫০) জোর পূর্বক ভোগদখল করছে বলে অভিযোগ উঠেছে। আলাউদ্দিন জমির কাছে গেলেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। ভূমিহীন আলাউদ্দিন মাতবর নিরুপায় হয়ে গলাচিপায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ৫৮/ ২০২৪।
মামলা সূত্রে জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ও চরবিশ্বাস। যা উপজেলা থেকে প্রায় ২৫কিলোমিটার দূরে। চর বিশ্বাস ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুস ছত্তার মাতবরের পুত্র দৃষ্টিপ্রতিবন্ধী (মৃদু) ভূমিহীন আলাউদ্দিন মাতবর । সে জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী (মৃদু) । আলাউদ্দিন ও তার স্ত্রী জেসমিন বেগমের (৩৫) নামে ভূমিহীন কৃষক পরিবার হিসেবে দেড় একর জমি বন্দোবস্ত প্রাপ্ত হয়। পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার চর নজির মৌজা এলাকায় ২০০৬-০৭ অর্থ বছরে দেড় একর বন্দোবস্ত পায়। কেস নং ৩০৩২- গলা। খতিয়ান নং ৬৩৫, দাগ নং ১২১ , রেজিস্ট্রিকৃত বন্দোবস্ত কবুলত দলিল নং ২৪২৪। তারিখ: ২০০৮সালের ২৭ই এপ্রিল।
২০২৪সালের ৯ফেরুয়ারী বন্দোবস্তকৃত জমিতে চাষাবাদ করতে গেলে আসামী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী ও বর্তমান ইউপি সদস্য মো: সায়েম গাজী প্রকৃত জমির মালিক আলাউদ্দিন মাতবরকে জমিতে প্রবেশ করতে দিচ্ছে না। আওয়ামীলীগ নেতা সায়েম গাজি এ জমি অন্য কৃষকের কাছে তরমুজ চাষ করার জন্য এক বছরের জন্য লিজ দিয়েছে। এদিকে, আদালত রাঙ্গাবালী উপজেলার তহশীলদার সৈয়দ জাফর ইমনের উপর তদন্ত ভার দিলে সে বাদী আলাউদিন মাতবর এর কাছ থেকে ১৫হাজার টাকা ঘুষ নেয়। বিবাদী সায়েম গাজীর থেকে মোটা অংকের টাকা নিয়ে তার পক্ষে রিপোর্ট দিয়ে পার্শ্ববতী উপজেলা বাউফল ধুলিয়া অফিসে যোগদান করেন। তহশীলদার ইমনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেনি। একই এলাকার রাসেল বয়াতী জানান, আমার বাবা আলতাফ বয়াতী মা রাহিমা বেগম এর নামে দেড় একর জমির ১৬বছর ধরে সায়েম গাজী অন্যভাবে আটকিয়ে রেখে প্রায় ২০কড়া জমি ভোগ দখল করছে।
পটুয়াখালীর গলাচিপায় বিয়ে বাড়িতে তরুণীর সঙ্গে কথা বলায় দুই যুবককে ন্যাড়া করে মাথায় আলকাতরা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সায়েম গাজীর বিরুদ্ধে। ২০২২সালের ৭ জুন বিকেলে গলচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, একই এলাকার বেল্লাল তালুকদার জানান, মো: সায়েম গাজী আওয়ামী লীগের একজন ভূমি দস্যু, অন্যায় ভাবে জমি দখল, সন্ত্রাসী কর্মকান্ড এখন চালিয়ে যাচ্ছেন। অফিস আদালত, ম্যানেজ করে তার অপকর্ম চালিয়ে যাচ্ছেন। একাধিক সালিশ বৈঠকে রায়ের পরও তার ৭একর জমি জোর করে ভোগ দখল করেছে। নতুন করে ২০২৪সালে বৈষাম্য বিরোধী ছাত্র জনতা বাংলাদেশ বিজয় করলেও বিচ্ছিন্ন দ্বীপ চর বিশ্বাস এলাকায় তার কোন প্রভাব পড়েনি।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়নের সাধারণ সম্পাদাক ও ইউপি সদস্য মো: সায়েম গাজী জানান, আমি জাহানারা বেগমের কাছ থেকে ৩ একর সম্পত্তি ক্রয় করেছি। মামলা চলমান তবে তহশীলদার আমার পক্ষে রায় দিয়েছে। অন্যান্য বিষয়গুলো তিনি অস্বীকার করেন। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান জানান, দৃষ্টিপ্রতিবন্ধী ভূমিহীন আলাউদ্দিন মাতবরের মামলাটি চলমান ।