ঢামেক-দোয়েল চত্বর এলাকায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
dailybangla
15th Jul 2024 9:59 am | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের পর এবার শহীদুল্লাহ হল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দোয়েল চত্বর এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। একই সঙ্গে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।
১৫ জুলাই, সোমবার বিকেল ৬টার দিকে এ খবর পাওয়া যায়।
এর আগে, বিজয় একাত্তর হলের সামনে কোটা আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢামেক-শহীদুল্লাহ হলের আশপাশের এলাকায় থাকা শিক্ষার্থীরা জানান, শহীদুল্লাহ হলের দিক থেকে আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।দোয়েল চত্বর পর্যন্ত সংঘর্ষের বিস্তার ঘটেছে। সেখানে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ চলছে।
শেষ খবর অনুযায়ী, ঢামেক হাসপাতাল ও দোয়েল চত্বরের মাঝের রাস্তায় দুই পক্ষ অবস্থান করছে। একটু পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
বিআলো/শিলি
বিআলো/শিলি