গাজায় টানা বৃষ্টিতে বন্যা: নিঃস্ব মানুষের তাঁবু ডুবে বিপর্যয়
dailybangla
11th Dec 2025 2:09 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ধারাবাহিক বৃষ্টিপাতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বহু বাস্তুচ্যুত পরিবারের তাঁবু বন্যার পানিতে তলিয়ে গেছে বুধবার এমন তথ্য জানিয়েছে বিভিন্ন আরব সংবাদমাধ্যম।
রাফাহর সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ গাজার শিবিরগুলোতে আটকা পড়ে থাকা মানুষ সাহায্যের জন্য একের পর এক ফোন দিচ্ছেন। অনেক পরিবার পানিবন্দি অবস্থায় নিজেদের তাঁবুর ভেতরেই আটকে রয়েছে।
ইসরাইলি আক্রমণে গাজার প্রায় সব বাসিন্দাই স্থানচ্যুত হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। পুরো অঞ্চল পুনর্গঠনে ৭০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতি টানা দুই মাস ধরে চললেও তাদের জন্য টেকসই অস্থায়ী বাসস্থান নির্মাণের উদ্যোগ এখনো শুরু হয়নি।
বিআলো/শিলি



