গাজীপুরের পূবাইলে সাংবাদিক ক্লাবের নতুন কমিটি গঠন
সীমা প্রধান : গাজীপুরের পূবাইল সাংবাদিক ক্লাবের ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক জনবাণী পত্রিকার পূবাইল প্রতিনিধি রবিউল আলমকে সভাপতি এবং চ্যানেল এস-এর পূবাইল প্রতিনিধি ফয়সল ভুঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির মেয়াদ দুই বছর।রবিবার সকাল ১১টায় গাজীপুর মহানগরীর পূবাইল মিরের বাজারের ফৌজিয়া সরকার মার্কেটে ক্লাবের অফিসে এই কমিটি গঠন করা হয়।
অন্যান্য নির্বাচিতরা হলেন—
যুগ্ম সাধারণ সম্পাদক: আনন্দ টিভির প্রতিনিধি শাকিল খান
সাংগঠনিক সম্পাদক: দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি শাহিন সরকার
কোষাধ্যক্ষ: দৈনিক প্রভাতের পূবাইল প্রতিনিধি জাহিদ হাসান
অর্থ সম্পাদক: দৈনিক কালের ছবি পত্রিকার পূবাইল প্রতিনিধি আবু সাঈদ চৌধুরী
প্রচার সম্পাদক: দৈনিক দেশান্তর পত্রিকার আসিফ রায়হান
মহিলা বিষয়ক সম্পাদক: দৈনিক আমাদের সংবাদ পত্রিকার পূবাইল প্রতিনিধি কবিতা ইসলাম
নির্বাহী সদস্যরা হলেন—
লিটন মিয়া (দৈনিক দেশবর্তমান), রাজীব হোসেন (ঢাকা টাইমস টঙ্গী–পূবাইল), রাসেল (দৈনিক জনকণ্ঠ মাল্টিমিডিয়া), রাকিব হোসেন (মাতৃ জগত), ফিরোজ হোসাইন (দৈনিক সংবাদ মোহনা), আলতাফ হোসেন (দৈনিক ঢাকার ডাক) এবং ইসমাইল হোসেন (আইআইপি টিভি)।
নতুন কমিটি সাংবাদিকদের একযোগে কাজ করার এবং পেশাগত উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করেছে।
বিআলো/ইমরান



