• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গাজীপুরে এনসিপির সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার 

     dailybangla 
    29th Jul 2025 12:14 pm  |  অনলাইন সংস্করণ

    মো.আনোয়ার হোসেন: গাজীপুর মহানগরীতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গত সোমবার (২৮জুলাই) জিএমপি’র অপরাধ উত্তর বিভাগের এডিসি রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়, মঙ্গলবার(২৯ জুলাই) বিকেলে নগরীর পূর্ব জয়দেবপুর রথখোলা এলাকায় রাজবাড়ী মাঠ প্রাঙ্গণে এসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ করার জন্য অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। অত্র এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়ন রয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশও আছেন।

    পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙে দেওয়ায় বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান বলেন, জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) সমাবেশ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে পুলিশ সদস্যরা দায়িত্বপালন করছেন। এছাড়া ট্রাফিক বিভাগের ট্রাফিক পুলিশও সড়কে যানচলাচল নিয়ন্ত্রণে রয়েছেন। এছাড়া জিএমপির একাধিক চৌকস টিম প্রস্তুত রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় সদর থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া সন্দেহভাজন তল্লাশী, চেকপোস্ট বসিয়ে তল্লাশী জোরদার রয়েছে।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলম জানান, জিএমপির দিক থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমিশনার মহোদয়ের নির্দেশে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়ন থাকবে বাড়তি পুলিশ। সমাবেশ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031