গাজীপুরে গ্রেফতার কথিত জুলাই আন্দোলনের সমন্বয়ক
dailybangla
25th Dec 2025 3:13 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নিজেকে ‘জুলাই আন্দোলনের যোদ্ধা’ পরিচয় দেওয়া তাহরিমা জান্নাত সুরভীকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় চাঁদাবাজি, অপহরণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মামলা রয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, গ্রেফতার শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিআলো/শিলি



