গাজীপুরে নারী শ্রমিকের আত্মহত্যার জেরে মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের ভোগড়া এলাকায় এক নারী শ্রমিক আত্মহত্যার জেরে প্যানারোমা অ্যাপারেলস কারখানায় অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন।
সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে তারা মহাসড়ক অবরোধ শুরু করেন তারা।
মৃত ওই নারী শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে।
পুলিশ জানায়, গতকাল কারখানাটির এক শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ রেখে মহাসড়কের পাশে অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকরা কারখানার একটি মিনি ট্রাক, একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গার্মেন্টস কর্তৃপক্ষের দাবি, শ্রমিকের আত্মহত্যার কারণ পারিবারিক কলহ, তবে একটি গুজব ছড়িয়ে বহিরাগতরা কারখানায় ভাঙচুর চালিয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।
বিআলো/শিলি