• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গাজীপুরে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক 

     dailybangla 
    15th Sep 2024 8:46 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: অভিনব কায়দায় পাচারকালে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

    র‌্যাব জানায়, ১৪ সেপ্টেম্বর (শনিবার) রাত ১১.৩০ সময় র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় জানতে পারে যে, ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে দিনাজপুর হইতে ০১ (একটি) টয়োটা ব্রান্ডের প্রাইভেটকারে করে (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-২০-৪২৭২) জিএমপি, গাজীপুর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে।

    উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের আভিযানিক দল তাৎক্ষণিকভাবে জিএমপি, গাজীপুর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় পৌঁছিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় অদ্য ১৫/০৯/২০২৪ তারিখ রাত্র ০০.৩৫ ঘটিকায় আসামী ১। মোঃ আনোয়ার হোসেন(৩৬)(গাড়ির চালক), পিতা- মোঃ সিরাজ উদ্দিন, মাতা-মোছাঃ হালিমা খাতুন, সাং-ধলাদিয়া, পোঃ- ভাওয়াল রাজাবাড়ী, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর’কে হাতে নাতে ধৃত করা হয়।

    উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী ১। মোঃ আনোয়ার হোসেন(৩৬) এর স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজতে থাকা প্রাইভেটকারের পিছনে ব্যাক ডালার ভিতরে অত্যান্ত সুকৌশলে রক্ষিত রশি দ্বারা বাধা অবস্থায় ০১(এক) টি নীল রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে ৯৮(আটানব্বই) বোতল ফেন্সিডিল এবং অপর ০১(এক) টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে ৯৮(আটানব্বই) বোতল ফেন্সিডিল সর্বমোট (৯৮+৯৮)=১৯৬(একশত ছিয়ানব্বই) বোতল ফেন্সিডিল (যাহার আনুমানিক মূল্য ৩,৯২০০০/- টাকা), ০১(এক)টি সাদা রংয়ের টয়োটা ব্র্যান্ডের প্রাইভেটকার, ০১(এক)টি টাচযুক্ত মোবাইল ফোন এবং নগদ ৯৭০/-(নয়শত সত্তর) টাকা উদ্ধার করা হয়।

    সাক্ষীদের উপস্থিতিতে বর্ণিত জব্দকৃত ফেন্সিডিল সম্পর্কে ধৃত আসামী‘কে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হইতে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করিয়া ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে।

    ধৃত আসামী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে স্বজ্ঞানে নিজ হেফাজতে রাখিয়া এবং বিক্রয়ের জন্য বহন করিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮ ধারায় অপরাধ করিয়াছে। ধৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুরের গাছা থানা পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

    র‌্যাব-১ এর অধিনায়কের পক্ষে মো. মাহফুজুর রহমান
    সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিআলো/তুরাগ 

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930