গাজীপুর-১: কালিয়াকৈরে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মজিবুর রহমান গত মঙ্গলবার সকালে কালিয়াকৈরে দোয়া, র্যালী ও আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রার্থীর নেতৃত্বে কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড থেকে র্যালীটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
মজিবুর রহমান তার বক্তৃতায় ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ায় দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আজকের র্যালীতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন, যা প্রমাণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত সঠিক। মজিবুর রহমান আশা প্রকাশ করেন, তার দলীয় নেতা দেশে ফিরে আসবেন, নির্বাচনে জয়ী হবেন এবং প্রধানমন্ত্রী চেয়ারে অধিষ্ঠিত হবেন।
র্যালী ও আলোচনা সভায় অংশ নেন কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি, কোনাবাড়ি এলাকা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।
বিআলো/তুরাগ



