গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: অবশেষে আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। আগামী বছরের এপ্রিলের ১৭, ১৮ ও ২৫ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে।
১৫ ডিসেম্বর, রবিবার বিশ্ববিদ্যালয়ের ৮৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
তিনি জানান, ‘আমরা আজকে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে গুচ্ছ পদ্ধতি বাদ দিয়ে স্বতন্ত্র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামী এপ্রিল মাসেই আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
গত সাত ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক এইবছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিল।
পরবর্তীতে গত ১১ ডিসেম্বর সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সব সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশক্রমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাখা।
বিআলো/শিলি