• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    গুলশানে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত, গুলিবিদ্ধ ১ 

     dailybangla 
    09th Jun 2024 9:04 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক: রাজধানীর গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে পুলিশের এলোপাতাড়ি গুলিতে পুলিশেরই এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন বলে গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম নিশ্চিত করেছেন।

    ৮ জুন, শনিবার দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

    জানা যায়, নিহত পুলিশ সদস্যের নাম মো: মনিরুল। যিনি গুলি করেছেন, তার নাম কাওসার।

    পুলিশ জানিয়েছে, ডিউটিরত কাওসার আলী নামে এক কনস্টেবল কথা-কাটাকাটির এক পর্যায়ে অন্য পুলিশ সদস্যকে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে পুলিশ কনস্টেবল মনিরুল ঘটনাস্থলে নিহত ও অন্য এক সাইকেল চালক আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

    প্রত্যক্ষদর্শী একাত্তর টিভির সাংবাদিক রেদওয়ান আহমেদ শাওন বলেন, আমি অফিস থেকে আসলাম মাত্র। ঘটনার কাছে সাধারণ মানুষ/সাংবাদিকদের যেতে দেয়নি। পুলিশ আমাদের গাড়িতেও গুলি চালিয়েছে। পুলিশের গুলিতেই আরেকজন পুলিশ মারা গেছে।

    প্রত্যক্ষদর্শী একজন গণমাধ্যমকর্মী হাসান আহমেদ বলেন, আমরা ডিউটি শেষ করে অফিসের গাড়িতে ফিরছিলাম। হঠাৎ ফিলিস্তিনী দূতাবাসের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখি। এতে আমাদের চালক গাড়ির গতি থামাতেই পুলিশের একজন সদস্য এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময়ও বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। তবে কি নিয়ে এমন ঘটনা, তা তাৎক্ষণিক বুঝতে পারিনি, ঘটনা জানারও পরিস্থিতি ছিল না।

    গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে সংবাদ পেয়েছি পুলিশের গুলিতে আরেক সদস্য নিয়ত হয়েছেন। সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় পথচারি আহত হয়েছে বলে শুনেছেন। কিন্তু ওই পুলিশের হাতে অস্ত্র থাকায় সামনের দিকে যেতে পারছেন না। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তরাও উপস্থিত হয়েছেন। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানার চেষ্টা করছি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2024
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031