গেজেট প্রকাশের পরই রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ
dailybangla
09th Nov 2025 6:52 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট প্রকাশিত হওয়ার পরই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে। সংলাপের মাধ্যমে নির্বাচন আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে।
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আচরণবিধি গেজেট প্রকাশের পর সংলাপের সময় নির্ধারণ করা হবে। ইসি সচিবালয়ের পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, খসড়া তারিখ আছে, কিন্তু চূড়ান্ত হয়নি।
সংলাপে প্রার্থীদের আচরণ, প্রচারণা, নির্বাচনি ব্যয় ও মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা হবে। ইসি আশা করছে, সংলাপের মাধ্যমে গ্রহণযোগ্য ও বাস্তবভিত্তিক আচরণবিধি কার্যকর হবে এবং নির্বাচনে আস্থা বৃদ্ধি পাবে।
বিআলো/শিলি



