গোপালগঞ্জের তিন আসনে ভোটার ১০ লাখ ৮২ হাজার ৬৫৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রশাসনের কড়া প্রস্তুতি
অংকন তালুকদার, গোপালগঞ্জ: বাংলাদেশের ঢাকা বিভাগের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শহর বা প্রশাসনিক অঞ্চল গোপালগঞ্জ জেলা। এটি রাজধানী ঢাকা ১২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মধুমতি নদীর তীরের অবস্থিত। এর আয়তন প্রায় ১৪৬৮.৭৪ বর্গকিলোমিটার।
জেলার উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর জেলা ও বাগেরহাট জেলা, পূর্বে মাদারীপুর জেলা ও বরিশাল জেলা, পশ্চিমে নড়াইল জেলা। যশোর বিমানবন্দর, গোপালগঞ্জের সবচেয়ে নিকটবর্তী আভ্যন্তরীণ বিমানবন্দর। গোপালগঞ্জ এর আবহাওয়া গরম ও আর্দ্র জলবায়ু বিশিষ্ট। এই জেলায় বাংলাদেশের জেলাসমূহের মধ্যে হিন্দু জনসংখ্যার শতকরা হার সবচেয়ে বেশি, যা প্রায় ৩০ শতাংশ। এবং গোপালগঞ্জের মোট ৩টি আসনে ১০ লাখ ৮২ হাজার ৬৫৩ জন ভোটার।
প্রকৃতপক্ষে জেলার ভোটারের সংখ্যা একটি নির্দিষ্ট সংখ্যায় বলা কঠিন, কারণ এটি উপজেলা ও নির্বাচনী এলাকাভেদে ভিন্ন এবং হালনাগাদ হয়।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গোপালগঞ্জ জেলায় ভোটের চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে নির্বাচন প্রশাসন। জেলার তিনটি সংসদীয় আসনে এবার মোট ১০ লাখ ৮২ হাজার ৬৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
গোপালগঞ্জ জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ জেলা। রাজধানী ঢাকা থেকে প্রায় ১২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মধুমতি নদীর তীরে অবস্থিত এ জেলার আয়তন প্রায় ১ হাজার ৪৬৮.৭৪ বর্গকিলোমিটার।
জেলার উত্তরে ফরিদপুর, দক্ষিণে পিরোজপুর ও বাগেরহাট, পূর্বে মাদারীপুর ও বরিশাল এবং পশ্চিমে নড়াইল জেলা অবস্থিত। যশোর বিমানবন্দর গোপালগঞ্জের নিকটবর্তী অভ্যন্তরীণ বিমানবন্দর। এ জেলার আবহাওয়া গরম ও আর্দ্র প্রকৃতির। জনসংখ্যাগত দিক থেকে গোপালগঞ্জে দেশের অন্যান্য জেলার তুলনায় হিন্দু সম্প্রদায়ের শতকরা হার সবচেয়ে বেশি, যা প্রায় ৩০ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৪৭ হাজার ০৩৮ জন, নারী ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৬১০ জন এবং হিজড়া ভোটার ৫ জন রয়েছেন।
গোপালগঞ্জ–১ (আসন নং ২১৫)
গোপালগঞ্জ-১ আসনটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা এবং কাশিয়ানী উপজেলার একাংশ ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ৬৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৫৫৫ জন, নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ১০৯ জন এবং হিজড়া ভোটার ৪ জন।
এ আসনে ১৩৮টি ভোটকেন্দ্রে মোট ৮২১টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭৮৫টি স্থায়ী ও ৩৬টি অস্থায়ী কক্ষ রয়েছে।
গোপালগঞ্জ–২ (আসন নং ২১৬)
গোপালগঞ্জ সদর উপজেলা এবং কাশিয়ানী উপজেলার সিংগা, হাতিয়াড়া, পুইশুর, বেথুড়ী, নিজামকান্দি, ওড়াকান্দি ও ফুকরা ইউনিয়ন নিয়ে গঠিত গোপালগঞ্জ-২ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৬৯৫ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৮৬২ জন, নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৮২৯ জন এবং হিজড়া ভোটার ৪ জন।
এ আসনে ১৫১টি ভোটকেন্দ্রে মোট ৭৬৯টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ৭৬০টি স্থায়ী ও ৯টি অস্থায়ী কক্ষ।
গোপালগঞ্জ–৩ (আসন নং ২১৭)
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা এবং কোটালীপাড়া উপজেলার কুশলি, বর্ণি, গোপালপুর, পাটগাতি, ডুমুরিয়া, কলাবাড়ী, সাদ্দুল্লাপুর, রামশীল, বান্ধাবাড়ী, রাধাগঞ্জ, কুশলা, হিরণ, আমতলী শুয়াগ্রাম, পিঞ্জুরী ও কান্দি ইউনিয়ন নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ২৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৬২১ জন, নারী ভোটার ১ লাখ ৪৯ হাজার ৬৭২ জন এবং হিজড়া ভোটার ১ জন।
এ আসনে ১০৮টি ভোটকেন্দ্রে মোট ৬০০টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ৫৬৮টি স্থায়ী ও ৩২টি অস্থায়ী কক্ষ রয়েছে।
নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে ১০ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন।
নির্বাচন ঘিরে জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিআলো/তুরাগ



