গোপালগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
dailybangla
10th Sep 2024 10:53 pm | অনলাইন সংস্করণ
গোপালগঞ্জ প্রতিনিধিঃ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের পোস্টঅফিস মোড় এলাকা থেকে র্যালিটি বের হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। গোপালগঞ্জ জেলা মহিলাদলের সভানেত্রী রওশন আরার নেতৃত্বে জেলার সকল উপজেলার মহিলা নেত্রী ও বিপুল সংখ্যক কর্মীদের সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা মহিলাদলের সভানেত্রী নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার অনুরোধ জানান।
বিআলো/তুরাগ