গোপালগঞ্জে জাতীয় সংগীত পরিবর্তন না করা ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ
dailybangla
08th Sep 2024 11:13 pm | অনলাইন সংস্করণ
মেহেদী হাসান, গোপালগঞ্জঃ জাতীয় সংগীত পরিবর্তন করতে চাওয়ার প্রতিবাদে ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ ও জাতীয় সংগীত পরিবেশন করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার বঙ্গবন্ধু সড়কে জমায়েত হয়। পরে সেখানে জাতীয় সংগীত পরিবেশন করে তারা। জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশগ্রহণ করে সরকারি বঙ্গবন্ধু কলেজ এসএম মডেল স্কুল ও শেখ রাসেল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের ছোট একটি অংশ। কর্মসূচি শেষে স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা সরকারি বঙ্গবন্ধু কলেজের দিকে চলে যান।
বিআলো/তুরাগ