গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ২৫
বিআলো প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। তাৎক্ষণিতভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মাঝিগাতিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা।
তিনি বলেন, সকাল পৌনে ৮টার সময় ঢাকা-খুলনা সহাসড়কের উপজেলার মাঝিগাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বিবার্তাকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের পাঁচ যাত্রী নিহত হন। আহত হন ২৫ জন। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি।
বিআলো/শিলি