গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তি কামনায় সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
তৌফিকুল ইসলাম প্রধান (মহন),গোবিন্দগঞ্জ: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে বিশেষ প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে গোবিন্দগঞ্জ পৌরসভার পুরাতন বন্দর এলাকায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ।
গোবিন্দগঞ্জ (পুরাতন বন্দর) বারোয়ারী দুর্গা মন্দির ও কেন্দ্রীয় নাট মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই প্রার্থনা সভায় সনাতনী সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর পরিবারের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ আরাধনা ও প্রার্থনা পরিচালনা করেন।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দেবাশীষ কুমার চাকী কাজলের সভাপতিত্বে এবং পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সুজন মহন্তের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক যোবায়ের হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব গোবিন্দ কুমার দাস, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক জিতু ঘোষ এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রার্থনা শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
বিআলো/ইমরান



