গোবিন্দগঞ্জে ‘হ্যাঁ-না’ ভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ
তৌফিকুল ইসলাম (মহন),গোবিন্দগঞ্জ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন ২০২৬ সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন পদ্ধতি ও ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটসহ নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা দেন।
প্রশাসন সূত্রে জানা যায়, ভোটাররা যাতে স্বচ্ছ ও সঠিক উপায়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচনের গুরুত্ব অনুধাবন করতে পারেন, সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
লিফলেট বিতরণকালে ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শফিউল আলম মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
বিতরণকৃত লিফলেটে নির্বাচনের বিভিন্ন বিধিবিধান তুলে ধরা হয় এবং “দেশের চাবি আপনার হাতে” স্লোগানের মাধ্যমে ভোটারদের ভোটদানে উৎসাহিত করা হয়। কর্মকর্তারা জানান, সাধারণ মানুষকে নির্বাচনমুখী করতে এবং ভোটকেন্দ্রে তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিআলো/ইমরান



