গৌরনদীতে জুলাই বিপ্লব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
dailybangla
27th Oct 2024 11:23 pm | অনলাইন সংস্করণ
মো. আনিসুর রহমান, গৌরনদী (বরিশাল) ‘তারুণ্যই শক্তি, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের গৌরনদীতে ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনভর জুলাই বিপ্লব বিতর্ক প্রতিযোগিতা, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটেরিয়ামে বরিশাল ইউনিভাসিটির ডিবেটিং সোসাইটির সভাপতি বাপ্পি শিকদারের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জলিল।
বক্তব্য রাখেন ডিবেটিং সোসাইটির নেতা আরিফা জামান লিজা, শোর্শেদ আলম, উপমা দত্ত, হাসিবুল হাসান শোভন, মেহেদী হাসান, সুমাইয়া শ্রাবনি, রাকিব আহম্মেদ, সেলিম রেজা সহ অন্যান্যরা।
বিআলো তুরাগ