গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা
মো. আনিসুর রহমান, গৌরনদী (বরিশাল) বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গত শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সরোয়ার আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মিঞা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম ফকির, মো. শাহজাহান, মো. ইউনুস সরদারসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
বিআলো/তুরাগ