• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গৌরবের ৮ম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন 

     dailybangla 
    26th Aug 2025 6:09 pm  |  অনলাইন সংস্করণ

    রক্তদান থেকে শিক্ষাসহায়তা—সাত বছরে আলোর দিশার পথচলা

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: মানবতার কল্যাণে এগিয়ে চলা একটি স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর দিশা” সমাজের ছিন্নমূল অসহায় মানুষের জন্য কাজ করতেই এই সংগঠনের সৃষ্টি।

    ২০১৮ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, সেই থেকে মানবিক পথে যাত্রা শুরু করেন একদল তরুণ যুবক, মৃত্যু পথযাত্রী ও মুমূর্ষু রোগীকে বাঁচাতে তারা ছুটে চলে রক্তদাতা নিয়ে, সংগঠনটির সাত বছরে প্রায় ১০ হাজার ব্যাগের ওপরে রক্ত দান করেছে আলোর দিশা সংগঠনের সদস্যবৃন্দ। এই সংগঠনটি কাজ করেছে সমাজের অসহায় দরিদ্র মানুষদের জন্য, যার সামান্য বিবরণ, দরিদ্র পরিবারের কন্যা বিবাহে আর্থিক সহযোগিতা, দরিদ্র অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যবস্থা। এছাড়াও প্রতিটি উৎসব মূখর সময়, রমজান মাসে ইফতারি বিতরণ, ঈদের সময় ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ, শীতকালীন অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, করণাকালীন সময় সময়ে সংগঠনটি বিশেষ ভূমিকা পালন করেছে, এবং প্রকৃতির যেকোনো দুর্যোগে সংগঠনের সদস্যবৃন্দ সবসময় সর্বোচ্চভাবে চেষ্টা করে মানুষের পাশে দাঁড়াতে।

    বর্তমান সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আলোর দিশা সংগঠনের প্রতিষ্ঠাতা সাগর বিশ্বাস, এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিথুন, এবং ২০২৫/২০২৭ ইং দুই বছরের পরিচালনায় মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    আলোর দিশা সংগঠনের লক্ষ্য, আলোর দিশা যেন এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তার আলোর রশ্মী সমাজের প্রতিটি ছিন্নমূল অসহায় মানুষের জীবনে আলো ছড়াতে পারে। আলোর দিশা সংগঠন কোন গ্রাম ,কোন শহর, বা কোনো নির্দিষ্ট জেলার আওতাভুক্ত থাকতে চায় না, তারা কাজ করতে চায় দেশব্যাপী, তাদের চিন্তা চেতনা তাদের মানবিক কর্মকান্ডে তারা বাংলাদেশকে বিশ্বের বুকে আরো উজ্জ্বলিত করে তুলতে চায়। শুধুমাত্র থমকে আছে শক্তির অভাবে, আলোর দিশা সংগঠনের প্রতিটি সদস্যের আবেদন, সমাজের বিবেকবান মহৎ হৃদয়ের যে সকল মানুষ আছেন। তারা যদি আলোর দিশা সংগঠনের পাশে এসে দাঁড়ায় তাদের মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আলোর দিশা হয়ে উঠবে আরও শক্তিশালী। তাই দেশ ও দেশের বাহিরে যত মানবতার ফেরিওয়ালা আছেন সকলের প্রতি বিনীত অনুরোধ আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন আলোর দিশা সংগঠনের প্রতি। আলোর দিশার আলো ছড়িয়ে পড়ুক পৃথিবী জুড়ে, অন্ধকার দূর হোক বাংলার প্রতিটি ছিন্নমূল অসহায় মানুষের জীবনের।

    আগামী শুক্রবার (২৯ আগস্ট)” আলোর দিশা সংগঠনের ৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান, বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী থাকছে সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড, রক্তদান, আলোচনা সভা, দোয়ার মাহফিল, মাদ্রাসার দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ প্রদান। সাংগঠনের সর্বোচ্চ রক্তদাতা এবং একটিভ মেম্বারকে সম্মাননা স্মারক প্রদান, পথচারীদের মধ্যে রাতের খাবার বিতরণ, এবং সাংগঠনিকভাবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। সংগঠনের সভাপতি সাগর বিশ্বাস যথাসময়ে অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930