• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ঘন কুয়াশায় নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে ১ চালক নিহত 

     dailybangla 
    23rd Dec 2024 11:19 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশায় নাটোরে ৬ মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় অন্য ট্রাকের চালকসহ অন্তত ৬ জন আহত হন।

    সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশায় নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা ৬ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পাঁচটি ট্রাক সড়কের ওপরে দুমড়ে মুচড়ে পড়ে এবং একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের চালকসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ দুর্ঘটনায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল এসে স্বাভাবিক করেন।

    হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, বিপরীত দিকে থেকে আসা ছয় মালবাহী ট্রাকের সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৫/৬ জন আহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031