ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সদর উপজেলার হরিণাঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নৌ পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার বাইজিদ ইবনে আকবর বলেন, দুর্ঘটনার পর ঝালকাঠিগামী এমভি এডভেঞ্চার-৯ লঞ্চটি আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সদরঘাট থেকে বরিশালগামী এমভি এডভেঞ্চার-৯ এবং ভোলা থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ ঘন কুয়াশার মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জাকির সম্রাট-৩ লঞ্চের একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে লঞ্চটি ঢাকার দিকে রওনা দেয় বলে জানায় বিআইডব্লিউটিএ।
বিআলো/শিলি



