• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ঘরোয়া উপাদান ব্যবহার করেন প্রিয়াঙ্কা 

     dailybangla 
    27th Aug 2024 7:32 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল আইকন। হলিউডেও নিয়মিত কাজ করছেন তিনি। বিশ্বব্যাপী জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়ার রয়েছে কোটি কোটি অনুরাগী। সাবেক এই মিস ওয়ার্ল্ডের সৌন্দর্যে কাবু ভক্তকুল।

    তবে সৌন্দর্য ধরে রাখার জন্য প্রাকৃতিক উপাদানেই ভরসা রাখেন অভিনেত্রী। ঠোঁটের যত্ন নিতে ভরসা রাখেন সামুদ্রিক লবণ, গোলাপ জল ও গ্লিসারিনের ওপর। মাথায় মাখেন টক দই।
    সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব তথ্য ফাঁস করেন অভিনেত্রী। ঘরোয়া পদ্ধতিতে কীভাবে রূপচর্চা করেন সে বিষয়ে জানিয়েছেন তিনি।

    প্রিয়াঙ্কা বলেন, ‘আমি টই দই নিয়ে তৈরি ফেসিশাল ব্যবহার করি। সঙ্গে থাকে ওটমিল। একটি পাত্রে সম পরিমাণ ওটস ও টক দই নিই। দুটির পরিমাণই ১ থেকে ২ চামচ। তাতে মেশাই ১ থেকে ২ চা চামচ হলুদ। ভালো করে মেশাই। তারপর মুখে মেখে অপেক্ষা করি ৩০ মিনিট। আধ ঘণ্টা পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলি। টক দই আমার ত্বক উজ্জ্বল করে। ক্লান্তির ছাপ দূর করে।’

    চুলের জন্য ছোট থেকেই নারকেল তেলের গুণে বিশ্বাসী ভারতের প্রাক্তন ‘মিস ওয়ার্ল্ড’ প্রিয়াঙ্কা চোপড়া। বাজারে কত রকম তেল বেরিয়েছে তার হিসাব নাই। কিন্তু প্রিয়াঙ্কার সে সবের দিকে কোনো ঝোঁক নেই। এখনো নিয়মিত নারকেল তেলই মাখেন চুলে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি টক দই মেখে গোসল করেন। এতে তার শরীরে পানির অভাব মেটে। শাওয়ারের তলায় দাঁড়িয়ে প্রথমে শরীর ভিজিয়ে নেন। তারপর সাবান মাখার পরিবর্তে তিনি মাখেন টক দই। তিন মিনিট অপেক্ষা করেন। তারপর ধুয়ে ফেলেন ভালো করে। শুধু শরীরে নয়। প্রিয়াঙ্কা মাথায়ও মাখেন টক দই। তাতে খুশকি চলে যায়। এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

    প্রিয়াঙ্কাকে সর্বশেষ দেখা গেছে হলিউডের ‘লাভ এগেইন’ চলচ্চিত্রে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন স্যাম হিউগান, সেলিন ডিওন ও নিক জোনাস।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30