ঘাটাইলে প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক
মো. আশরাফুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল): টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এ সময় জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধির জন্য এবং উন্নত মেধা–মনন গঠনে এমন ধারাবাহিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়) টি এম এ মূকিত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাফিউল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সারোয়ার রিজভী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হকসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ, টিফিন বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিআলো/ইমরান



