ঘুসের দায়ে চীনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
dailybangla
10th Dec 2025 12:46 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: চীনে বিপুল অংকের ঘুস কেলেঙ্কারিতে দোষী সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা বাই তিয়ানহুইয়ের মৃত্যুদণ্ড মঙ্গলবার সকালে কার্যকর করা হয়েছে। তিনি চায়না হুয়ারং ইন্টারন্যাশনালের সাবেক জেনারেল ম্যানেজার ছিলেন।
রাষ্ট্রীয় টিভি সিসিটিভি জানিয়েছে, ২০১৪-২০১৮ সালের মধ্যে প্রকল্প অনুমোদন ও অর্থায়নের বিনিময়ে তিনি প্রায় ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার ঘুস নিয়েছিলেন।
চীনের সুপ্রিম পিপলস কোর্ট এই অপরাধকে “অত্যন্ত গুরুতর” ও “রাষ্ট্রের ব্যাপক ক্ষতি”কারী বলে উল্লেখ করে কোনো স্থগিতাদেশ ছাড়াই মৃত্যুদণ্ড বহাল রাখে।
চীনে দুর্নীতির মামলায় সাধারণত দুই বছরের স্থগিতাদেশ দেওয়া হয়, কিন্তু বাই তিয়ানহুইয়ের ক্ষেত্রে তা করা হয়নি। মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়।
বিআলো/শিলি



