ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা ২০০ ছড়াল
dailybangla
01st Dec 2025 11:07 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ শ্রীলঙ্কায় ব্যাপক তাণ্ডব চালানোর পর বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২। আরও অন্তত ২১৮ জন এখনো নিখোঁজ। রাজধানী কলম্বোসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
ডিএমসি জানায়, প্রবল বর্ষণে প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। কলম্বোর উত্তরে কেলানি নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় হাজারো মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
উদ্ধার ও ত্রাণ তৎপরতায় পুলিশ, সেনাবাহিনী ও বিমানবাহিনীর ২৪ হাজারের বেশি সদস্য কাজ করছে। পূর্বাঞ্চলে মাভিল আরু জলাধারের বাঁধ ভেঙে যাওয়ার পর হেলিকপ্টারে করে ১২০ জনকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স
বিআলো/শিলি



