ঘূর্ণিঝড় দানার আঘাতে ২০টি ঘর বিধ্বস্ত: ব্যাপক ক্ষয়ক্ষতি
পটুয়াখালী প্রতিনিধি: ঘূর্ণিঝড় দানা ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করলেও পটুয়াখালীতেও রেখে গেছে এর চিহ্ন। হঠাৎ টর্নেড্রের এক মিনিটের প্রভাবে বিধ্বস্থ হয়েছে অসংখ্য ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। আহত হয়েছে ৪ জন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটার তাহেরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় দানার আতংকে সময় পারছিলাম। হঠাৎ কালো মেঘের সাথে প্রবল বৃষ্টি, ঝড়ো বাতাস শুরু হলে বড় গাছ ভেঙ্গে ঘরের উপর পরছে। এসময় ঘরের মধ্যে থাকা বৃদ্ধ মনোয়ার বেগমের হাত ভেঙে যায় এবং বেশ কয়েকজন আহত হয়েছে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়।
মাওলানা আব্দুর জব্বার বলেন, ‘ঘূর্ণিঝড়ের আঘাতে প্রবল বাতাসের কারণে মুহূর্তের মধ্যে এলাকায় অনেক ঘরবাড়িসহ গাছপালা উপড়ে ফেলে। এতে এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কৃষি ক্ষেত্রে তেমন কোন ক্ষয়ক্ষতি দেখছি না। সরদার জামাল বলেন, প্রচণ্ড বাতাসের কারণে আমাদের মসজিদের অর্ধেক চাল উড়ে গেছে। এ সময় আমের গাছও উপড়ে ফেলে। কিছুক্ষণ পরেই সব কিছু স্বাভাবিক হয়ে গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল বলেন, খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি লতাচাপলি ইউনিয়নের তাহেরপুরে গ্রামে ৩টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এছাড়া ১৭ টি টিনের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত ও অনেকগুলো গাছ উপড়ে পড়েছে টর্নেডর ফলে।
বিআলো/তুরাগ