ঘোড়ার লাথির আঘাতে আহত প্রিন্সেস অ্যান
আন্তর্জাতিক ডেস্ক: মাথায় ও মস্তিষ্কে আঘাত পাওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্সেস অ্যান। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে প্রিন্সেস অ্যান তার গ্যাটকম্ভ পার্ক এস্টেটে ঘোড়ার লাথি খেয়েছেন।
৭৩ বছর বয়সী অ্যান একজন অলিম্পিক-পদক বিজয়ী ঘোড়সওয়ার। রবিবার (২৩ জুন) সন্ধ্যায় তিনি যখন তার গ্লুচেস্টারশায়ার এস্টেটে হাঁটছিলেন তখন এই ঘটনা ঘটেছে। ঘটনার পরপরেই জরুরি পরিষেবা হাজির হয় এবং তাকে চিকিৎসা দেয়। এরপর বিভিন্ন পরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য ব্রিস্টলে সাউথমিড হাসপাতালে স্থানান্তর করা হয়।
এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, গতকাল সন্ধ্যায় গ্লুচেস্টারশায়ার এস্টেটে এক ঘটনায় অ্যান মাথায় সামান্য ও মস্তিষ্কে আঘাত পেয়েছেন।
পর্যবেক্ষণের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাউথমিড হাসপাতালে রয়েছেন এবং আশা করা হচ্ছে তিনি সম্পূর্ণ এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
বিআলো/শিলি