ঘোড়া প্রতীকে ভোটের আহ্বান, বাগেরহাটে এমএএইচ সেলিমের গণসংযোগ
বাগেরহাট প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৩টি আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ও সাবেক এমপি এমএএইচ সেলিম প্রতিদিনই গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। তিনি দলমত নির্বিশেষে বাগেরহাটের উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ করছেন।
গতকাল তিনি জেলা সদর আসনের ফতেপুর বাজার, কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার, বাধাল বাজার, জিরো পয়েন্ট, গজালিয়া ও দেপাড়া বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করেন। জেলা বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুল জানান, এমএএইচ সেলিম সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, ধানের শীষ প্রতীক না পেলেও বিএনপির সঙ্গে তার সম্পৃক্ততা অটুট থাকবে। নির্বাচনে বিজয়ী হলে তিনি দলের সঙ্গে থাকবেন এবং এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও সন্ত্রাস দমনকে গুরুত্ব দেবেন। ভোটারদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, বিবেচনার মাধ্যমে সঠিক প্রার্থীকে ভোট দিয়ে বাগেরহাটের উন্নয়নে সহায়তা করুন।
বিআলো/আমিনা



