• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঘোষণাপত্র তৈরিতে ঐক্যমতে পৌঁছেছে দলগুল: আসিফ নজরুল 

     dailybangla 
    16th Jan 2025 9:48 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সবার সঙ্গে আরও আলোচনা করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরিতে দলগুলো ঐক্যমতে পৌঁছেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    আজ বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে এই কথা বলেন আসিফ নজরুল। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক হয়।

    আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনরকম দূরত্ব হয় নাই। তিনি জানান, ঘোষণাপত্র নিয়ে দরকার হলে একটি কমিটি করা হবে। কমিটি দরকার হলে আবার সবার সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র প্রণয়ন করবে।

    তিনি বলেন, ‘বৈঠকে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের ব্যাপারে ঐকমত প্রকাশ করা হয়েছে। সবাই বলেছেন এ ধরনের ঘোষণাপত্র দরকার আছে। অনেক মতামতও আমরা পেয়েছি।’

    ‘বলা হয়েছে ঘোষণাপত্রে অভ্যুত্থানে সবার অবদান ঠিকমতো বলতে হবে এবং এর ধারাবাহিকতা ঠিকমতো উল্লেখ করতে হবে। এর প্রকৃতি কী হবে, এর রাজনৈতিক ও আইনি নেচার কী হবে, সেটা স্পষ্ট করার পরামর্শ এসেছে,’ বলেন তিনি।

    আসিফ নজরুল বলেন, বৈঠকে বিএনপি, জামায়াত, হেফাজত ইসলাম, বামমঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটিসহ জুলাই গণঅভ্যুত্থানের সব রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করেছে।

    আসিফ নজরুল বলেন, ‘সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে যেটা হলো, ঘোষণাপত্রটি আরও বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির অংশগ্রহণে আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে।’

    তিনি বলেন, ‘এর জন্য যতটা সময় সময় লাগা প্রয়োজন, ততটা সময়ই দেওয়া যেতে পারে। তবে চেষ্টা করা উচিত যেন অযথা কালক্ষেপণ না হয়। এ বিষয়ে সবাই একমত পোষণ করেছেন।’

    আইন উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থান চলাকালে যে অটুট জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিস্ট, গণহত্যাকারী সরকারের পতন ঘটিয়েছি, সেই ঐক্যের একটা ন্যারেটিভ সবাই ঐক্যবদ্ধভাবে প্রণয়ন করতে পারব, এই আশা প্রকাশ করে আজকের সভা শেষ হয়েছে।’

    ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভক্তি দেখা যায়নি। বরং আরও ঐক্য দেখা গেছে। তবে কী পদ্ধতিতে আলোচনা হবে, তা নিয়ে মতামত এসেছে। সবার মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয় সে আলোচনা হয়েছে। আমরা এটা নিয়ে খুব দ্রুত একটা কর্মপরিসর ঠিক করব,’ যোগ করেন তিনি।

    সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, ‘সব রাজনৈতিক দল ও ছাত্রদের সংগঠনের যারা অংশ নিয়েছে সবাই বলেছে—ঐকমত্য পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ঘোষণাপত্র তৈরি করার জন্য। যত সময় লাগুক, তা যেন নেওয়া হয়। তাড়াহুড়ো যেন না করা হয়। অযথা কালক্ষেপণ না করা হয়। এই লক্ষ্য অনেকে প্রস্তাব করেছেন, আলোচনা করার জন্য একটি কমিটি গঠন করার। আমরা এই প্রস্তাবগুলো দ্রুত বিবেচনা করে সিদ্ধান্ত নেব।

    এ ইস্যুতে আরও আলোচনা হবে কিনা—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, আলোচনা হতে পারে, কমিটি হতে পারে। ওনাদের (রাজনৈতিক দল) মতামত নিয়ে খুব দ্রুতই একটা কর্মকৌশল ঠিক করব।

    এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থান কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরে সরকার জানায়, সব পক্ষের সাথে আলোচনা করে দেওয়া হবে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031